ওয়াংখেড়েতে ওটা কে ? সচিন তেন্ডুলকর, নাকি স্টিভ স্মিথ। ব্রোঞ্জ মূর্তির উন্মোচনের কয়েক ঘণ্টার মধ্যেই এই প্রশ্ন নেট মাধ্যমে। নেটিজেনদের অনেকের অভিযোগ, মুখের যা আদল, তাতে সচিনের থেকে এই মূর্তি দেখলে বেশি করে মনে পড়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের কথা।
তবে এই মূর্তি বসানো নিয়ে এর আগে জলঘোলা কম হয়নি। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থা প্রথমে জানিয়ে দিল, সচিনের ৫০তম জন্মদিনের দিন এই মূর্তি বসবে। তারপর ঠিক হয়েছিল, পয়লা নভেম্বর এই মূর্তির উদ্বোধন করা হবে। সেই মতো গত বুধবার এই মূর্তির উদ্বোধন হয়।
আরও পড়ন : 'জীবনের বৃত্ত সম্পূর্ণ হয়েছে', ২২ ফুটের স্ট্যাচু নিয়ে আবেগঘন পোস্ট সচিন তেন্ডুলকরের
তাঁর কাছে বিশেষ মুহূর্ত। কারণ, এই বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম তাঁকে মূর্তির বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু মূর্তি সামনে আসতে শুরু হল বিতর্ক।