বিরাট ম্যাজিকের অপেক্ষায় পাহাড়ের কোলের ছোট জনপথ ধর্মশালা। পুণের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ব্যাটে যে রূপকথা তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি দেখতে চায় অষ্টমীর ধর্মশালা। চার ম্যাচে ২৫৯ রান। ব্যাটিং গড় ১৩০। চুম্বকে ভারতের মাঠে এই বিশ্বকাপে এখনও পর্যন্ত কিং কোহলি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ৮৫ এই বিশ্বকাপের সুর বেঁধে দিয়েছে। জানান দিচ্ছে, এই বিশ্বকাপ তাঁরই হতে চলেছে। প্রায় সব প্রাক্তনই বলছেন, বিরাট কোনও অঘটনা না ঘটলে ভারতের মাটিতে বিশ্বকাপ কিং কোহলির।
আরও পড়ুন : বিশ্বকাপে ভারতের ম্যাচে ধর্মশালায় ভিলেন হতে পারে বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের
চার বছর আগে বিলেতে মাটিতে তাঁর ভারতকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছিল কিউইরা। সেই ক্ষত এখনও তাঁর জীবনে রয়েছে। তাই রবিবার যেমন রোহিতের কাছে ধোনিকে গুরুদক্ষিণা দেওয়ার দিন। তেমনই বিরাটের কাছে এই ম্যাচ বদলার। বৃষ্টি যদি ভিলেন না হয়, তাহলে ধর্মশালায় একটা এসপার-ওসপার করেই হয়তো মাঠ ছাড়বেন বিরাট।