রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার দুপুরে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া (Ind Vs aus)। যারা মাঠে উপস্থিত থাকতে পারবেন না তাদের ভরসা ওটিটি প্ল্যার্টফর্ম ডিসনি হটস্টার (Disney Hotstar)। ফলে ফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচ দেখার আগে জেনে নিন পাঁচটি সহজ টিপস। যা বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা কে আরও রোমাঞ্চকর করে তুলবে।
দর্শকদের জন্য প্রত্যেকটি ম্যাচ আরও আকর্ষণীয় করে তুলতে হটস্টার নিয়ে এসেছে ম্যাক্স ভিউ। এই অপশনের মাধ্যমে লাইভ ফিড ট্যাব আর স্কোর বোর্ড দেখতে পাবেন।
খেলা দেখার আগে অ্যাপটি আপডেট করে নিন। সেক্ষেত্রে আরও উন্নত মানের ডাটা কনজোমশন মোড পাবেন। যার ফলে ম্যাচ দেখতে খুব বেশি ইন্টারনেট খরচ হবে না।
ম্যাচের মাঝে কোনও বিশেষ কাজ পড়ে গেলে স্কোরবোর্ড পিল অন করে রাখুন এতে কাজ করলেও ম্যাচের সমস্ত আপডেট দেখতে পাবেন।
ধারাভাষ্য শুধু ইংরেজি না, আপনার পছন্দের ভাষা পরিবর্তনেরও অপশন রয়েছে এই অ্যাপে।
আরও পড়ুন - বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ভরপুর বিনোদন, কখন কোন অনুষ্ঠান জেনে নিন
এছাড়াও ক্যামেরা অ্যাঙ্গেল বলে একটি অপশন আছে যেখানে আপনি আপনার পছন্দের অ্যাঙ্গেল অনুযায়ী খেলা দেখতে পারবেন।