২০১১ বিশ্বকাপে ভারতের ম্যাচ পায়নি ইডেন গার্ডেন্স (Eden Gardens)। সেবার সংস্কারের জন্য ভারত-ইংল্যান্ড ম্য়াচ সরিয়ে দেয় আইসিসি (ICC)। ২০২৩ সালে এবার বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে। বেটিং, টিকিট নিয়ে কালোবাজারি, টিকিট নিয়ে অসন্তোষ, পুলিশের ধরপাকড়। সব নিমেষে কেটে গেল। বিরাট কোহলির জন্মদিনে ভারতকে সমর্থন করতে ইডেনের গ্যালারির রঙ এদিন নীল। মেন-ইন-ব্লু টানা ৭ ম্যাচ জিতে অষ্টম ম্যাচে নেমেছে ইডেনে। বিরাট-রোহিতদের জন্য গলা ফাটাতে তৈরি শহর কলকাতা। ম্যাচে দর্শক সংখ্যা হল ৭২ হাজার।
রবিবার ম্যাচ বিরাট গুরুত্বপূর্ণ। অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকাকে বাগে আনাই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে ভারত। ইডেনে টিকিট না পেলেও, ম্যাচের শুরুতেই অনলাইনে এই ম্যাচ দেখছেন প্রায় ২ কোটি মানুষ। টসে জিতে ইডেনে প্রথমে ব্যাট করছেন রোহিতরা। পয়া ইডেনে অধিনায়কের ব্যাটে সেঞ্চুরির অপেক্ষায় গ্যালারি। জন্মদিনে বিরাটের ব্যাটেও বড় রান চাই। বিশ্বকাপে চেনা মেজাজে ইডেনের গ্যালারি।
আরও পড়ুন: ইডেনে টস জিতে ব্যাট করছে ভারত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিতের ভরসা তিন পেসার