লোক ঢুকছে ইডেনে। সকাল থেকে ভিড় ছিল। বেলা বাড়তে তা আরও বাড়ছে। দেখে মনে হচ্ছে যেন পুজোর কলকাতা। যে ভাবে গত কয়েকদিন আগে সুরুচি সংঘ, চেতলা অগ্রণীর ঠাকুর দেখেছে জনতা, এদিন যেন সেই আমেজ। ইতিমধ্যে রেড রোড-সহ ওই সংলগ্ল এলাকার যান নিয়ন্ত্রণ করা হয়েছে। বিশ্বকাপের ম্যাচ খেলতে ইডেনে হাজির হয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
বিশ্বকাপের টিকিট কালোবাজারির ঘটনায় সরগরম কলকাতা। ভারত-দক্ষিণ আফ্রিকার মতো হাইভোল্টেজ ম্যাচের টিকিটের কালোবাজারির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অনেককে। এর মধ্যেই নতুন করে টিকিট কালবাজারির অভিযোগে গ্রেফতার আরও দুই।
ইতিমধ্যেই ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারিকাণ্ডে ২১ জনকে গ্রেফতার করেছিল ময়দান থানার পুলিশ। এই দু'জনকে গ্রেফতারির পর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে। মোট ৯টি কেসে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে ১৩৭টি টিকিট।
পুলিশের কাছে দেওয়া হিসাব অনুযায়ী, ওই অনলাইন সংস্থা এখনও পর্যন্ত ১৮ হাজার ৭৫টি টিকিট বিক্রি করেছে। অন্যদিকে, প্রায় ২০ হাজারেরও বেশি টিকিট কপ্লিমেন্টারি রয়েছে। এই বিপুল সংখ্যক টিকিট কোথায়, কাকে দেওয়া হয়েছে, কী ভাবে টিকিটের কালোবাজারি শুরু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।