১২ বছর পর ভারতে ক্রিকেট বিশ্বকাপের আসর। কিন্তু উদ্বোধনী ম্যাচেই ফাঁকা স্টেডিয়াম। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে হাতে গোনা কয়েকজন ক্রিকেটপ্রেমীর দেখা পাওয়া গিয়েছে।
গত বিশ্বকাপে দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে উন্মাদনা তৈরি হতে পারত। কিন্তু আহমেদাবাদে ফাঁকা ওই স্টেডিয়াম। সেই ছবি নেটদুনিয়ায় এখন ভাইরাল। তবে কি মাঠে গিয়ে খেলা দেখার হিড়িক কমছে। ক্রিকেটপ্রেমীরা মোবাইল বা টেলিভিশনেই বেশি সচ্ছন্দ!
বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে ইতিমধ্যেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। শোনা গিয়েছে, টিকিট বিক্রির কিছুক্ষণের মধ্যে বুক মাই শো অ্য়াপ বসে যায়। প্রত্যেক ম্যাচের টিকিটও বিক্রি হয়ে যায়। মুম্বই ও বেঙ্গালুরু ছাড়া দেশের সব খেলার টিকিটও বিক্রি হয়েছে। উদ্বোধনী ম্যাচের টিকিটও বিক্রি হয়েছিল, শোনা গিয়েছিল। কিন্তু মাঠের এক চতুর্থাংশও ভরেনি বলে দেখা গিয়েছে ছবিতে।