বাংলাদেশকে ১৩৭ রানে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয়ের সরণিতে ফিরল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মঙ্গলবার ধর্মশালায় ইংল্যান্ডের দেওয়া ৩৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২৭ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়েছে সর্বোচ্চ ৭৫ রান করেন লিটন দাশ। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন টপলে। দুটি উইকেটে ওকসের।
এরআগে, বাংলাদেশের সামনে ৩৬৫ রানের টার্গেট রেখেছিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধর্মশালায় এই ম্যাচে ৯ উইকেট ৩৬৪ রান করেন ইংরেজরা। সৌজন্যে ডাইড মালানের ১০৭ বলে ১৪০ রান। ৬৮ বলে ৮২ রান করে জো রুট।
আরও পড়ুন : কুশল ও সমরাবিক্রমের জোড়া শতরান, বিশ্বকাপে পাকিস্তানের টার্গেট ৩৪৫
এদিন টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল-হাসান। একসময় মনে হচ্ছিল এই ম্যাচে ৪০০ রান করবে ইংল্যান্ড। কিন্তু মালান আউট হতে থমকে গেল ইংল্যান্ডের স্কোর। ৭১ রান দিয়ে চার উইকেট মেহেদি হাসানের।
এদিন শুরু থেকেই ঝড় তোলেন দুই ইংরেজ ওপেনার মালান এবং বেয়ারস্ট্রো। প্রথম উইকেটে ১০০ পার হয়ে যায়। এদিন ১৬টি চার ও পাঁচটি ছয় মেরে ১৪০ রান করেন মালান। বেয়ারস্ট্রো আউট হলেও হিমাচলের পাহাড় ঘেরা এই স্টেডিয়ামে মালানের ব্যাটেই কার্যত কাবু হয়ে যান বাংলাদেশি বোলাররা।