আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত শুরু নিউজিল্যান্ডের। ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ইংল্যান্ডকে ২৮২ রানে আটকে দিলেন কিউয়ি বোলাররা। তিন উইকেট নিলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। দুই উইকেট মিচেল সান্তনারের। ৭৭ রানের ইনিংস এল ইংল্যান্ডের জো আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত শুরু নিউজিল্যান্ডের। ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ইংল্যান্ডকে ২৮২ রানে আটকে দিলেন কিউয়ি বোলাররা। তিন উইকেট নিলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। রুটের ব্যাটে। অধিনায়ক জোস বাটলার করলেন ৪২ বলে ৪৩ রান। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান তুলল ইংল্যান্ড।
এদিন প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ফেরেন দাইদ মালান। বেয়ারস্টো ও রুট ক্রিজে জমে যান। ১২তম ওভারে ফেরেন বেয়ারস্টো। হ্যারি ব্রুক ও মইন আলিও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ফের ইংল্যান্ডের হয়ে লড়াই করেন বাটলার। ৫০ ওভার ব্যাট করে নিউজিল্যান্ডকে ২৮৩ রানের লক্ষ্যমাত্রা দিল ইংল্যান্ড।