কোনও সন্দেহ নেই বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের সেরা বোলারের নাম যশপ্রীত বুমরা। ইংল্যান্ড ম্যাচের পর জানিয়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরার স্পেল চিরকাল মনে থাকবে। এই ম্যাচে শামিরও আলাদা করে প্রশংসা করেছেন আক্রম।
আক্রম মনে করেন, ভারতের মাটিতে থাকা পার বোলারদের উচিত বুমরার থেকে শিক্ষা নেওয়া। কারণ, একই বাইশ গজে দু দেশের বোলারই বল করছেন। কিন্তু বুমরা বাকিদের সবাইকে পিছনে ফেলে দিচ্ছেন। চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। আক্রমের দাবি, সেই রাগ যেন পুষিয়ে দিচ্ছে এবারের বিশ্বকাপে।
স্পিনের ভারতে ছ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বিশ্বকাপে এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ভারতের যশপ্রীত বুমরা। দু ম্যাচে ৯ উইকেট নিয়েছেন ভারতের মহম্মদ শামি।