আহমেদাবাদে হাইভোল্টেজ ম্যাচ। শুরুতেই তাল কাটল ম্যাচের। পাক অধিনায়ক বাবর টসের পর কথা বলতে এলেন। তাঁকে উদ্দেশ্য করে ব্যাঙ্গাত্মক শিস দর্শকদের। টসের পর ধারাভাষ্য দিতে এসে দর্শকদের আচরণের সমালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটার ও দিল্লির সাংসদ গৌতম গম্ভীর।
টসে জয়ের পর সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেন রোহিত শর্মা। তাঁর কথা শেষ হওয়ার পরই এগিয়ে আসেন বাবর। মাঠের দর্শক এরপরই শিস দেওয়া শুরু করেন। ওই আওয়াজে কথা বলতে সমস্যা হচ্ছিল বাবরের। এর মধ্যেই উত্তর দেন তিনি। এই ঘটনারই সমালোচনা করেন গৌতম গম্ভীর।
গম্ভীর বলেন, "দর্শকদের এই আচরণ খারাপ লাগল। নিজের দেশকে সমর্থন করতেই পারেন। কিন্তু অন্য দেশকে ছোট দেখানোর কারণ নেই। এই কাজ করা ঠিক হয়নি।"