নেভিল কার্ডাস বলতেন, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। তাই তা নিয়ে এত হইচইয়ের কিছু নেই। কিন্তু ৪০ বলে ১০০ রান করে ভারতের মাটিতে বিশ্বকাপে সত্যিই হইচই ফেলে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। দিল্লি এখনও কাবু ম্যাড-ম্যাক্স ঝড়ে। কিন্তু ম্যাচের সেরা হয়ে ম্যাক্সওয়েল যা জানালেন, তাতে সবাই অবাক।
ম্যাচ শেষে তিনি জানান, নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি ব্যাটই করতে চাননি। কারণ, জ্বরের জন্য তাঁর হাত-পায়ে ব্যথা ছিল। তাই ব্যাটিং অর্ডারে পিছতে পিছতে অনেক পরে তিনি নামতে বাধ্য হয়েছিলেন। এরপর বাকিটা দেখেছে কোটলা। ম্যাক্সওয়েল জানিয়েছেন, অনেকদিন ধরেই ভাবছেন কিছু একটা নতুন করবেন। তাই ডাচদের বিরুদ্ধে তা করে দেখালেন।
আরও পড়ুন : ৪০ বলে ১০০, বিশ্বকাপে ডাচদের বিরুদ্ধে দ্রুততম শতরান ম্যাক্সওয়েলের
এই বিশ্বকাপে চোটের কারণে প্রথম অনিশ্চিত ছিলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। তাতেও তাঁকে দলে রাখা হয়েছিল। মাঠে নেমে ব্যাট করছিলেন। কিন্তু রান পাচ্ছিলেন না। বুধবার শুধু রান পেলেন এমনটা নয়, মাত্র ১৮ দিন আগে তৈরি হওয়া রেকর্ডও ভেঙে দিলেন।