বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গ্লেন ম্যাক্সওয়েলের। আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ডবল সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে তিন উইকেট ম্যাচ জেতালেন ম্যাড-ম্যাক্স। মঙ্গলবারের মুম্বই সাক্ষী বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে এক রুদ্ধশ্বাস ম্যাচের। ৭ উইকেটে ৯১ রান। এখান থেকে আফগানিস্তানকে একাই হারিয়ে দিলেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২০১ রানে অপরাজিত তিনি।
টার্গেট ২৯২। যা ওয়াংখেড়ের মাঠে সবচেয়ে বড় রানের টার্গেট। সেই রান তাড়া করতে নেমে স্টিভ স্মিথহীন অস্ট্রেলিয়া। আফগান স্পিনারদের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অজি টপ অর্ডার। প্রহর গোনা শুরু হয় আরও একটা অঘটনের। এখান থেকে শুরু ম্যাচ ঘোরানোর খেলা। অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে সেই শুরু করলেন। থামলেন ওভার বাউন্ডারি মেরে। চুম্বকে এটাই মঙ্গল সন্ধ্যায় ম্যাক্সওয়েল।
তাঁর এই যুদ্ধের সেনাপতির নাম অজি অধিনায়ক প্যাট কামিন্স। যাঁর অবদান ৬৮ বলে অপাজিত ১২ রান। রিকি পন্টিং, শেন ওয়ার্টসনরা মুগ্ধ কামিন্সের এই ধৈর্য্যে। আফগানিস্তানের এই হারের ফলে স্বস্তি এখন পাকিস্তান এবং নিউজিল্যান্ড শিবিরে। মনে মনে তাদের ধন্যবাদ গ্লেন ম্যাক্সওয়েলকে।