বিশ্বকাপ ক্রিকেটে খেলতে নেমে এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি ভারত। প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্ট শুরু করে রোহিতরা। তারপর এক এক করে নিউজিল্যান্ড, ইংল্যান্ডকেও হারিয়েছে তারা। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়রক গ্রেম স্মিথের বক্তব্য, এখনও ভারতীয় দল কোনও কঠিন পরীক্ষার সামনে পড়েনি।
Read More- বধ তিন বিশ্বচ্যাম্পিয়ন, ভারতের বিশ্বকাপে আফগানরা যেন কাতারের মরক্কো
এবিষয়ে গ্রেম স্মিথ জানিয়েছেন, ভারত দাপুটে ক্রিকেট খেললেও সেভাবে এখনও কঠিন পরীক্ষার সামনে পড়েনি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যথেষ্ট চাপে ছিল রোহিত ব্রিগেড। তাঁর মত, ঘরের মাঠে ভারতকে হারানো একটু কঠিন। কারণ তারা পুরো পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহাল।