বিশ্বকাপে নেই, ভাবতেই কষ্ট হচ্ছে। খবর নিশ্চিত হতেই টুইট হার্দিক পান্ডিয়ার। লিখলেন, তিনি টিমের সঙ্গেই থাকবেন। প্রত্যেক বলে টিমকে সমর্থন করবেন। হার্দিকের পরিবর্তে টিমে প্রাসিদ কৃষ্ণাকে পেলেন রোহিত শর্মারা। কিন্তু হার্দিক না থাকলে টিমের কম্বিনেশন কতটা পাল্টাবে। সেমিফাইনালে কোন ছকে নামবেন রোহিতরা! সেটাই চিন্তা বাড়াচ্ছে।
হার্দিক টিমে থাকার সময় দলে ছিলেন শার্দুল ঠাকুর। কিন্তু হার্দিক চলে যাওয়ার পরই মহম্মদ শামিকে খেলানো হয়। শামি ফিরেই পরপর উইকেট নিয়ে নিজের জায়গা নিশ্চিত করে ফেলেছেন। কিন্তু ব্যাটিং অর্ডারে শেষদিকে হার্দিকের মতো আর কে আছেন। সেটা সেমিফাইনালের আগেই ঠিক করে নিতে চান রোহিত শর্মা ও টিম ম্যানেজমেন্ট।
এক্ষেত্রে মহম্মদ সিরাজের পরিবর্তে শার্দুল ঠাকুরকে প্রথম একাদশে নিয়ে আসতেই পারেন রোহিত শর্মারা। কিন্তু শ্রীলঙ্কা ম্যাচে সিরাজও ৩ উইকেট নিয়েছেন। আরও একটি অপশন আছে ভারতের হাতে। রবিচন্দ্রন অশ্বিন। সেক্ষেত্রে কুলদীপ যাদবের পরিবর্তে তাঁকে খেলানো যেতে পারে। পাঁচ বোলারই সেরা ফর্মে থাকায় চাপ বাড়ছে টিম ম্যানেজমেন্টের। টিমের কম্বিনেশন নিয়ে সেমিফাইনালের আগে সবথেকে বড় চিন্তা থাকবে রোহিত ব্রিগেডের। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর সাতদিন সময়। তারপর গ্রুপের শেষ ম্যাচ নেদারল্যান্ডস। তার আগে এই সব সমস্যা মিটিয়ে নিয়ে টুর্নামেন্টে ফোকাস করতে চান রোহিত ও দ্রাবিড়রা।