বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জয়যাত্রা থামল। রবিবার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হারে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ টিম ইন্ডিয়ার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়েছে ব্যাগি গ্রিন। ঘরের মাঠে বিশ্বজয়ের স্বপ্ন অধরা, অধরা থেকে গেল আইসিসি ট্রফিও। কিংবদন্তি সুনীল গাভাসকর ম্যাচের পর জানালেন, এই টিমকে নিয়ে তিনি গর্বিত। পাশাপাশি, তাঁর দাবি ভাল টিমের কাছে হেরে লজ্জিত হওয়ার কিছু নেই।
গাভাসকর জানান, তিনি দুঃখিত। কিন্তু ভারতীয় দলের জন্য গর্বিত হওয়া উচিক দেশবাসীর। কখনও ভাল ক্রিকেট খেলেও ফল নিজেদের পক্ষে আসে না। কিন্তু গাভাসকর জানান, তিনি এই টিমের জন্য গর্বিত। অস্ট্রেলিয়া রবিবার অনেকটাই এগিয়ে ছিলেন।
ফাইনালে ভারতের ২৪১ রান তাড়া করতে নেমে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। এখান থেকেই ট্র্যাভিস হেডের ১৩৭ রানের ইনিংস খেলা ঘুরিয়ে দেয়। লাবুশানের সঙ্গে তাঁর ১৯২ রানের পার্টনারশিপ ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।