বুধবার থেকে শুরু বিশ্বকাপের নকআউট। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে দুটি সেমিফাইনালে খেলবে কোন চারটি দল। এবার ঠিক হয়ে গেল প্রথম দুটি সেমিফাইনাল কারা পরিচালনা করবেন, তাঁদের নাম। ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ওই ম্যাচে আম্পায়র রিচার্ড ইলিনওয়ার্থ এবং রড টাকার। এটি শততম ম্যাচ হবে টাকরের। এই ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। থার্ড আম্পায়র জোয়েল উইলসন।
কলকাতায় খেলা হবে দ্বিতীয় সেমিফাইনাল। অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কলকাতায় ম্যাচ পরিচালনা করবেন ভারতের নীতিন মেনন এবং রিচার্ড ক্যাটেলব্রো। কলকাতায় থার্ড আম্পায়র ক্রিস গ্যাফনি। দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচ রেফারি ভারতের প্রাক্তন ক্রিকেটার জাভাগল শ্রীনাথ।
ইতিমধ্যেই প্রথম সেমিফাইনাল খেলতে মুম্বইয়ে হাজির হয়েছে টিম ইন্ডিয়া। চার বছর আগে ম্যানচেস্টার নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছিল বিরাট কোহলিদের।