শনিবার বিশ্বকাপের মহারণ (India vs Pakistan)। আহমেদাবাদে মুখোমুখি ক্রিকেটবিশ্বের দুই শক্তিশালী প্রতিপক্ষ ভারত-পাকিস্তান (ODI World Cup 2023)। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃষ্টি হলেও, মূল টুর্নামেন্টে এখনও সেভাবে বাধা হয়ে দাঁড়ায়নি বৃষ্টি। ক্রীড়াপ্রেমীদের মনে করাচ্ছে এবার এশিয়া কাপের স্মৃতি। এই ম্যাচে কতটা বৃষ্টির সম্ভাবনা কতটা জেনে নিন।
মৌসম ভবন জানিয়ছে, শনিবার ভারত-পাক ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আহমেদাবাদে আগামী ৪৮ ঘণ্টা আকাশ পরিষ্কার-ঝকঝকে। এই ম্যাচে তাই ক্রিকেটের আসল যুদ্ধ দেখতে পাবেন ক্রীড়াপ্রেমীরা।
আরও পড়ুন: কেন ও ড্যারিলের বড় রান, ফার্গুসনের ৩ উইকেট, বাংলাদেশকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড
এশিয়া কাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেভাবে শক্তি-দুর্বলতা দেখাতে পারেনি কোনও টিমই। বিশ্বকাপে দুটি করে ম্য়াচ জিতে দুরন্ত ফর্মে ভারত ও পাকিস্তান। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা আটোসাটো করা হয়েছে। আশা করা হচ্ছে, এই ম্যাচে লাইভ স্ট্রিমিং, দর্শক সংখ্যা, সব রেকর্ড ভেঙে যাবে নতুন করে। দিনের শেষে কোন দল জিতবে, সেটাই আসল ব্যাপার।