আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের পিচ কেমন হবে। কোনও দলই বাড়তি সুবিধা পাবে না। এমনই জানিয়েছেন আইসিসির পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসন। আইসিসি ইভেন্টের পিচের তত্ত্বাবধান করেন অ্যাটকিনসন। তিনি জানিয়ে দিয়েছেন, ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোনও পক্ষপাতিত্ব থাকবে না।
বিভিন্ন প্রতিবেদনের দাবি, আহমেদাবাদের পিচ পরিদর্শন করেছেন অ্য়াটকিনসন। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, সেমিফাইনালের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পিচের ঘাস কমিয়েছেন বিসিসিআইয়ের কিউরেটর।
এরপরই আহমেদাবাদে আইসিসি ফাইনালের পিচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অ্যাটকিনসন। আইসিসি পিচ বিশেষজ্ঞ হিসেবে তিনি জানিয়েছেন, ফাইনাল হবে ৫ নম্বর পিচে। পিচ নম্বর ৬ স্পিনিং ট্র্যাক। ভারত ফাইনালে উঠলে, সুবিধা হবে ভারতের।