আফগানিস্তানের জয়ে অস্বস্তি বেড়েছে। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে মর্যাদার লড়াই পাকিস্তানের। কয়েকদিন আগেও নিউজিল্যান্ড যা ফর্মে ছিল, তাতে মনে হয়েছিল, শেষ চারে যাওয়া তাঁদের নিশ্চিত। কিন্তু গত কয়েকম্যাচে হেরে আত্মবিশ্বাস নড়ে গিয়েছে তাঁদেরও। তাই এই ম্যাচে জয়ের শপথ নিয়েই নামছেন শাহিন আফ্রিদিরা।
নিউজিল্যান্ড টিমে কেন উইলিয়ামসনের না থাকা একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কিউয়ি টিমকে ছিটকে গিয়েছেন ম্যাট হেনরি। তাঁর পরিবর্তে দলে এসেছেন কাইলি জামিসন। এদিকে এবার টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি শাহিন আফ্রিদি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের দিকে পাক ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: নবির ৩ উইকেট, শাহিদির হাফসেঞ্চুরি, ডাচ ব্রিগেডকে হারিয়ে প্রথম পাঁচে আফগানিস্তান
পাক ব্যাটসম্যানদের মধ্যে এবার বিশ্বকাপে রান পাননি বাবর আজম ও ফখর জামান। পাক ব্যাটসম্যানরা এই ম্যাচে ভাল পারফরম্যান্স করুক, মনে প্রাণে চাইছেন ক্রিকেটপ্রেমীরা।