২০১১ সালের ২ এপ্রিল। ওয়াংখেড়েতে বিশ্বকাপের ফাইনাল। ওই ম্যাচে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ফের বিশ্বকাপে নামছে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচ থেকেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চান এবারের অধিনায়ক রোহিত শর্মা।
ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত আছে টিম ইন্ডিয়া। টানা ৬টি ম্যাচ জিতেছে টিম। টিমে বৃহস্পতিবার বড় বদল হওয়ার সম্ভাবনা কম। তবে এই ম্যাচে গিলের সঙ্গে ওপেন করতে পারেন সূর্যকুমার যাদব। রোহিত, বিরাট, শ্রেয়স, কে এল রাহুল প্রথম একাদশে থাকবেন। টিমে হার্দিক ফিরবেন না। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সঙ্গে থাকবেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।
আরও পড়ুন: ওয়াংখেড়েতে সচিনের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন, ভক্তকে দিলেন অটোগ্রাফ
এখনও পর্যন্ত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছে মেন ইন ব্লু। গত ম্যাচে পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছে রোহিত ব্রিগেড। এবার লক্ষ্য শ্রীলঙ্কা বধ।