বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। আর সেই ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া। জানা গিয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো সমাপ্তি অনুষ্ঠান হবে। পিটিআই সূত্রে খবর, রবিবাসরীয় ম্যাচে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোবেটিক টিম বিশেষ প্রদর্শনীও দেখাবে। তার মহড়াও চলেছে। কোন কোন অতিথি আসবেন সেদিন।
বিশ্বকাপ ফাইনালে আইসিসি বিশ্বকাপজয়ী সব অধিনায়ককে আমন্ত্রণ করবে বলে জানা গিয়েছে। থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। জানা গিয়েছে, যেই দল বিশ্বকাপ জিতবে, তাদের হাতে ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এছাড়াও বিশ্বকাপ ফাইনালে থাকার কথা একাধিক অতিথির। সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা থাকবেন এই ম্যাচে। মাঠে আসতে পারেন রজনীকান্ত ও বলিউডের একাধিক তারকারাও।