আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের মহারণ । ২০ বছর পর ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া আর ভারত । দুই দলই ফের ট্রফি ঘরে তুলতে মরিয়া । কানায় কানায় ভর্তি স্টেডিয়াম । খেলার মাঝে মাঝেই চলবে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানও । এদিন, সব বিশ্বজয়ী অধিনায়কদের সংবর্ধনা দেওয়া হবে । কিন্তু, রবিবার ফাইনাল ম্যাচে দেখা যাবে না পড়শি দেশের এক অধিনায়ককে । কে তিনি ?
জানা গিয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে থাকছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি, কপিল দেবরা । এছাড়াও অস্ট্রেলিয়ার, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়করাও রয়েছেন । তাঁদের ব্লেজার উপহার দেওয়ার কথা ভাবা হয়েছে বোর্ডের তরফে । তবে, বিশ্বজয়ী অধিনায়কদের তালিকায় নেই শুধু ইমরান খান । কারণ তিনি জেলবন্দী । পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছিল । তাই সব অধিনায়ক আসলেও ফাইনালে তিনি আসতে পারবেন না । উল্লেখ্য, ১৯৯২ সালে ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন তিনি ।
কোন কোন বিশ্বজয়ী অধিনায়ক সংবর্ধনা পাবেন, দেখে নিন, ক্লাইভ লয়েড (১৯৭৫ এবং ১৯৭৯), কপিল দেব (১৯৮৩), অ্যালান বর্ডার (১৯৮৭), অর্জুন রণতুঙ্গা (১৯৯৬), স্টিভ ওয় (১৯৯৯), রিকি পন্টিং (২০০৩ এবং ২০০৭), মহেন্দ্র সিংহ ধোনি (২০১১), মাইকেল ক্লার্ক (২০১৫) এবং অইন মর্গ্যান (২০১৯)