রবিবাসরীয় কলকাতা ইডেনমুখী। শুক্রবারই হয়তো এই লাইন লিখে ফেলা যায়। কারণ, বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে যা উন্মাদনা, তাতে স্বাভাবিক বেলা বারোটার পর থেকে গোষ্ঠপাল সরণি বয়ে চলবে একই খাতে। তবে, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে কেন্দ্র করে ফের একবার নস্ট্যালজিয়ায় ভাসতে চলেছে ইডেন।
নেলসন ম্যান্ডেলার ভাষণ, অ্যালান ডোনাল্ডের গতি, হিরো কাপ সেমিফাইনাল, টেস্টে প্রথমবার ভারতীয় ক্রিকেটের শীর্ষে ওঠা, এই সব তো ইডেন থেকে। আর প্রতিপক্ষের নাম দক্ষিণ আফ্রিকা। বারো বছর অপেক্ষা করতে হয়েছে কলকাতাকে। এবার একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ পেয়েছে এই শহর।
আরও পড়ুন : ইডেনে জমজমাট লড়াই হবে, বার্তা রোহিতের, ঘরের মাঠে ধারাবাহিকতা ধরে রাখতে চান শামি
নকআউটে এই মাঠে ভারত খেলবে কীনা, তা পরে ঠিক হবে। তবে আপাতত তিলোত্তমা চায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করতে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের দাবি, এই বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত কোনও কঠিন প্রতিপক্ষের সামনে পড়েনি। মুম্বই ম্যাচ জিতে ভারত অধিনায়ক রোহতি শর্মার দাবি, কলকাতায় লড়াই জমবে।