মহম্মদ শামির সাত উইকেটে, ম্যানচেস্টারের ধূসর স্মৃতি বদলে গেল মুম্বইয়ের রঙিন ক্যানভাসে। মহেন্দ্র সিং ধোনির বিশ্বজয়ের ওয়াংখেড়ে থেকে ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত। পাহাড়ের পর সমুদ্রতটে নিউজিল্যান্ডকে হারিয়ে আমেদাবাদ চলছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ে ভারত জিতল ৭০ রানে।
বিরাট-শ্রেয়সের বিক্রমের পর রুক্ষ ওয়াংখেড়ের বাইশ গজে শামির দাপট। ফলে জলে গেল ড্যারেন মিচলের শতরান। স্বপ্নকে বাস্তকে পরিণত করে আগামী রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলবে ভারত। ইতিহাস ভুলে নতুন ইতিহাস তৈরির প্রথম প্রতিশ্রুতি সফল অধিনায়ক রোহিত শর্মার।
ভাগ্যিস স্কোর বোর্ডে ৩৯৭ রানের পুঁজি ছিল। না হলে নিজের আঁতুড় ঘর মুম্বইয়ে খানিক সমস্যায় পড়তে হত অধিনায়ক রোহিতকে। বিশেষ করে, এই বিশ্বকাপে ভারতীয় ফিল্ডিং বিশ্বমানের। রোজই কেউ না কেউ সোনার মেডেল পাচ্ছেন। কিন্তু মুম্বইয়ে বেশ খারাপ লাগল ভারতীয়দের ফিল্ডিং দেখে। ক্যাচ পড়ল। বাড়তি রান গলল।
সে যাই হোক, বুধবার রাত আনন্দের রাত। ১২ বছরের খাটনি অবশেষে সফল হল। ফাইনালে টিম ইন্ডিয়া। ২০০৩, ২০১১ সালের পর আবার ২০২৩ সালে। এখান থেকে হারানোর কিছু নেই। ১৪০ কোটির ভারতের চোখে এখন একটাই ছবি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাপ তুলছেন অধিনায়ক রোহিত শর্মা।