ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আটে আট ভারতের (Team India)। বিরাটের (Virat Kohli) রেকর্ড গড়া সেঞ্চুরির ম্যাচে ৫ উইকেট রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। ৩২৭ রানের লক্ষ্যমাত্রার সামনে কার্যত থমকে গেল দক্ষিণ আফ্রিকার (South Africa) শক্তিশালী ব্যাটিং লাইন আপ। ২৪৩ রানে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বিরাট রান রেট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল টিম ইন্ডিয়া। অর্থাৎ ওয়াংখেড়েতে বুধবারই প্রথম সেমিফাইনালে নামবেন বিরাটরা।
এদিন ইডেনের পিচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। রোহিত ও শুভমান ওপেন করতে আসেন। রোহিত বিধ্বংসী মেজাজে ব্যাট করলেও রাবাদার ডেলিভারিতে ফিরতে হয় তাঁকে। কেশভ মহারাজের ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন গিল। কিন্তু ক্রিজে দাঁড়িয়ে যান বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। বিরাট ১০১ রান করে অপরাজিত থাকেন। ৭৭ রান করে ফেরেন শ্রেয়স। এই জুটিতেই বড় রান নিশ্চিত হয়ে যায় ভারতের। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন জাদেজা।
আরও পড়ুন: 'ভাল খেলেছ', রেকর্ড স্পর্শ করার পর বিরাটকে আর কী বললেন সচিন!
এদিকে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি কককে ফেরান মহম্মদ সিরাজ। এরপর জাদেজার ঘূর্ণি বোলিংয়ের সামনে নাকানি চোবানি খায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা, ডেভিড মিলার, কেশভ মহারাজকে বোল্ড করেন তিনি। হেনরি ক্লাসেন ফেরেন এলবিডব্লিউ হয়ে। ভ্যান্ডার ডাসেন ও হেনরি ক্লাসেনকে ফেরান মহম্মদ শামি। ৫.১ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদবও।