বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। পরপর সাত ম্যাচ জিতে ১৪ পয়েন্ট তুলে নিয়েছে রোহিত ব্রিগেড। শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারানোর পর ভারতের নেট রানরেট অনেকটাই বেড়ে গেল। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে অনেকটাই স্বস্তি টিম ইন্ডিয়ার। পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে সেমিফাইনালে যাওয়া আর অনিশ্চিত নয় ভারতের।
ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা জানান, "আমরা সেমিফাইনালে উঠেছি, এই খবর পেয়ে খুবই খুশি। এটাই আমাদের প্রথম লক্ষ্য ছিল। ব্যাটার ও সিমার, দুজনেই দুজনের লক্ষ্যপূরণ করেছে।" রবিবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম্যাচেই পয়েন্ট টেবিলের সমীকরণ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। কোন দল প্রথমে শেষ করবে, সেই লড়াইয়েই ইডেনে নামবেন কুইন্টন ডি কক-বিরাট কোহলিরা।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানে জেতে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে জেতে টিম ইন্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়। পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জেতে টিম। ইংল্যান্ড ম্যাচে ১০০ রানে জয়ী হয় রোহিত ব্রিগেড।
আরও পড়ুন: ৫ উইকেট শামির, ৩ উইকেট সিরাজের, সপ্তম জয় পেয়ে সেমিফাইনালে ভারত