ভারতীয় বোলিংয়ের পঞ্চপাণ্ডবের দাপটে চূর্ণ ইংরেজ দর্প। সিপাহি বিদ্রোহের লখনউয়ে ব্রিটিশ বধ করে বিশ্বকাপের ছয়ে-ছয় করল রোহিতের ভারত। সেইসঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে, কার্যত এগিয়ে গেল সেমিফাইনালের দিকে। ভারতের ২৩০ রানের জবাবে ১২৯ রানে শেষ ইংল্যান্ড। ম্যাচে রান উইকেট শামির, তিন উইকেট বুমরার। ম্যাচের সেরা ভারত অধিনায়ক রোহিত শর্মা।
২০ বছর আগে অধিনায়ক সৌরভের ভাণ্ডারে ছিল ২৯০ রানের রসদ। সেই ম্যাচে ভয়ঙ্কর একাই ছয় উইকেট নিয়ে ভয়ঙ্কর হয়েছিলেন আশিস নেহরা। বিশ বছর পর রোহিতের পুঁজি ছিল মাত্র ২২৯ রানের। তাতেই একনার বাইশ গজে কামাল করে দিলেন বুমরা, শামি, কুলদীপ ও জাডেজা। সিরাজ একটু ফ্যাকাশে লাগল। তবুও একদিকে আটকে রেখেছিলেন তিনি।
ঝটকা শুরু করে ছিলেন বুমরা। মালান, রুটকে ফেরান একই ওভারে। তারপর শামির শিকার স্টোকস, বেয়ারস্ট্রো এবং মইন আলি। তবে ম্যাচের সেরা ডেলিভারি এদিন বের হল কুলদীপের হাত থেকে। যে বলে আউট হলেই ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।