ODI World Cup 2023: রোহিতের সেঞ্চুরি, বিরাটের হাফসেঞ্চুরি, আফগান ব্রিগেডকে ৮ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

Updated : Oct 12, 2023 11:09
|
Editorji News Desk

 অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ১৩১ রানের ইনিংস। অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC World Cup 2023) দ্বিতীয় ম্যাচে বড় জয় টিম ইন্ডিয়ার (Team India)। ৪৭ রান করলেন ইশান কিষাণ। বিরাট কোহলির ব্যাট থেকে এল হাফসেঞ্চুরি।  ৯০ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতল টিম ইন্ডিয়া (India vs Afghanistan)।

বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর আফগানিস্তান ভারতের জন্য সহজ প্রতিপক্ষই ছিল। পাকিস্তান ম্যাচের আগে ফর্ম ফিরে পেলেন হিটম্যান। অধিনায়কোচিত ইনিংস এল তাঁর ব্যাটে। বিশ্বকাপে সচিনের (Sachin Tendulkar) সেঞ্চুরির রেকর্ড পেরিয়ে গেলেন। করে ফেললেন ১০০০ রান। ৮৪ বলে ১৩১ রান করে রশিদ খানের (Rashid Khan) ডেলিভারিতে ফিরলেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। ৪৭ বলে ৪৭ রান করে রশিদের ডেলিভারিতে ফেরেন ইশানও। দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার খেলা ধরে নেন। 

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কোটলার উইকেটেই বড় রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। আফগান শিবিরকেও হতাশ করেনি পিচ। প্রথমে তিন উইকেট হারালেও ২৭২ রান তোলে আফগানিস্তান। ভারতের হয়ে ৪ উইকেট নেন জসপ্রীত বুমরা। ২টি উইকেট পান হার্দিক পান্ডিয়া। 

আরও পড়ুন: বিশ্বকাপে বিশ্বরেকর্ড রোহিত শর্মার, আফগানিস্তানের বিরুদ্ধে ভাঙলেন একাধিক রেকর্ড

জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত। মাত্র ৩০ বলে হাফসেঞ্চুরি করেন। বিশ্বকাপে ক্রিস গেইলের ছয়ের রেকর্ড ভেঙে দেন ভারত অধিনায়ক। সচিনের সেঞ্চুরি ও রানের রেকর্ডও ভাঙেন তিনি। তাঁর ১৩১ রানেই অর্ধেক খেলা শেষ হয়ে যায়। রোহিত ও ইশান কিষাণ আউট হলেও খেলা শেষ করে ফেরেন বিরাট ও শ্রেয়স। এদিকে আরও একটি রেকর্ড গড়েন বিরাটও। ওয়ানডে বিশ্বকাপে সবথেকে বেশি রান ছিল সচিন তেন্ডুলকরের। সেই রেকর্ড ভাঙলেন বিরাট। বিশ্বকাপে ২২৭৮ রান ছিল সচিনের। বিরাট সেই রেকর্ড ভেঙে দিলেন তাঁর চতুর্থ বিশ্বকাপেই। 

INDIA

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ১৮৫ রানে শেষ ভারতের ইনিংস, 'বডিলাইন' অ্যাটাকে বিধ্বস্ত পন্থ, রান পেলেন না বিরাটও

editorji | খেলা

Mohun Bagan Super Giant : বছর শুরু শীর্ষে থেকেই, ১১ জানুয়ারি ডার্বি কোথায় ?

editorji | খেলা

Goutam Gambhir : বোর্ডের বার্তা ফিরিয়ে রোহিতের অবসরেই কি সিলমোহর বসালেন গম্ভীর ?

editorji | খেলা

Rohit Sharma: মেলবোর্নই শেষ টেস্ট! এবার কি অবসর নেওয়া উচিত রোহিতের?

editorji | খেলা

Rohit Sharma: বাদ পড়লেন খোদ অধিনায়ক, সিডনিতে বিশ্রামে রোহিত শর্মা, অবসর কি নেবেন!