বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত। টস জেতার পরেই ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, পিচ দেখে মনে হচ্ছে বড় রান হতে পারে। এবং তাঁর প্রিয় মাঠে প্রথমে ব্যাট করার ইচ্ছাই প্রকাশ করেন রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রত্যাশিত ভাবেই অপরিবর্তিত টিম ইন্ডিয়া।
এই মাঠে টস জিতলে তিনিও ব্যাটই করতেন। এমনটাই দাবি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ভাবুমার। কারণ, রাতের দিতে পিচ মন্থর হতে পারে বলেই আশঙ্কা তাঁর। ইডেনে ভারতের বিরুদ্ধে দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজের সঙ্গে এই ম্যাচে খেলবেন শামসি।
টস জেতার পরেই ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, অহেতুক দলে তিনি কোনও রদবদল চান না। কারণ, যেভাবে দল তৈরি হয়েছে, তাতে সবাই সবার উপরে আস্থা দেখাচ্ছে। বিরাটের জন্মদিনের দিন কলকাতায় বড় ম্যাচ। এখনও পর্যন্ত বিশ্বকাপের ম্যাচে কলকাতায় কোনও শতরান নেই বিরাটের। আর এই ম্যাচ থেকেই ভারতের সহ-অধিনায়ক লোকেশ রাহুল।