ব্যবধান পাঁচটি ম্যাচের। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে ফের কেঁপে গেল ভারতীয় টপ অর্ডার। চেন্নাই থেকে এবারের বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছে ভারতের। কিন্তু লখনউয়ে এসে ভারতীয় ব্যাটারদের বড়ই ক্লান্ত দেখাল। বিশেষ করে মাঝের লম্বা ছুটি কী তাঁদের একটু আলসেমির দিকে ঠেলে দিল।
শুভমান এবং শ্রেয়সকে দেখে মনে হল, এখনও তাঁরা যেন ছুটির মেজাজ কাটিয়ে উঠতে পারেননি। এই পরিস্থিতিতে ব্যাট ধরলেন অধিনায়ক। সঙ্গে ঘরের ছেলে লোকেশ রাহুল। যে পথে যাচ্ছে, তাতে খুব বেশি কিছু আশা করা না গেলেও এই পিচে বেগ পেতে হবে ইংল্যান্ডকেও।
তবে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ পরে এসে এবার কিন্তু প্রশ্ন উঠছে শ্রেয়স এবং শুভমানের পারফরম্যান্সে। বড় ম্যাচে এখনও পর্যন্ত তাঁদের ব্যাটে কোনও রান নেই। পরিস্থিতি মতো নিজেদের মেলে ধরতে এখনও পর্যন্ত ব্যর্থ ভারতীয় ক্রিকেটের দুই নব্য প্রজন্ম।