ক্রিকেট আছে। কিন্তু দর্শক কোথায় ? একটা চেন্নাই ও একটা দিল্লি বাদ দিলে ভারতের মাটিতে বিশ্বকাপে রোজই এই গঞ্জনা শুনতে হচ্ছে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে। প্রশ্ন উঠছে, এত ঘটা করে যে বিশ্বকাপের আয়োজন, তাতে টিকিট বিক্রি হল কোথায় ? নিন্দুকদের উত্তর দিতে, শনিবার তৈরি আমেদাবাদ।
বেলা ১২টার কিছু আগে খুলে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সকাল থেকেই জনারণ্য স্টেডিয়ামের সামনের রাজপথ। ভারত-পাক দু দেশের সমর্থকরাই ভিড় করেছে স্টেডিয়ামের সামনে। ইতিমধ্যে স্টেডিয়ামে পৌঁচ্ছে গিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।
আরও পড়ুন : বিরাট ম্যাচ দেখতে আজ আমেদাবাদের গ্যালারিতে অনুষ্কা
ইতিমধ্যেই ম্যাচকে কেন্দ্র করে দ্বৈরথে দুই দেশের প্রাক্তনরা। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর দাবি, এই ম্যাচে অনেক অনেক এগিয়ে ভারত। ওয়াকার ইউনিসের মতে, চাপে থাকবেন রোহিতরাই। সবমিলিয়ে প্রেক্ষাপট তৈরি, অপেক্ষা এখন বল গড়ানোর।