শুরু থেকে ওয়াংখেড়েতে যে ঝড় উঠছে, তা এখনও চলছে। প্রায় সাড়ে সাতের উপর রান রেট রেখে গোড়া থেকেই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কিউইদের ছিটকে দেওয়ার লক্ষ্যে ভারতীয় ব্যাটাররা। ইঙ্গিত যা, তাতে বিরাট কোনও অঘটন না ঘটলে সাড়ে তিনশো রানও হতে পারে এই মাঠে। যা তাড়া করা কার্যত অসম্ভব হতে পারে কিউইদের কাছে।
পিচ রিপোর্টেই ইঙ্গিত ছিল, এই বাইশ গজে পেসাররা তেমন কোনও সুযোগ পাবেন না। বরং রবি শাস্ত্রীর ইঙ্গিত ছিল, এই ম্যাচে স্পিনার দিয়ে শুরু করতে পারেন উইলিয়ামসন। কিন্তু রাচিন, স্যাটনারের বদলে বোল্ট, সাউদিতেই আস্থা দেখান কিউই অধিনায়ক। যার সুযোগ শুরু থেকেই নেন রোহিত-শুভমানরা।
৪৭ রানে ভারত অধিনায়ক আউট হলেও, ভারতীয় ব্যাটিংয়ের রান তোলার গতি কিন্তু থমকে যায়নি। বরং শুভমন-বিরাটের ব্যাটে আরও বেশি গতি পায় রান রেট। ফলে এই ম্যাচে ভারত ৪০০ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।