ভুলে যান কী হয়েছিল। নজর রাখুন কী হতে পারে তার উপরে। ৩৬ বছর আগের মুম্বই। চার বছর আগের ম্যানচেস্টার। দুটোই অভিশপ্ত ভারতীয় ক্রিকেটের কাছে। তবুও এই বার্তা দিয়ে নিজের ওয়াংখেড়ে থেকে আজ বিশ্বকাপের মঞ্চে ভারতের ভাগ্যের চাকা ঘোরাতে মরিয়া অধিনায়ক রোহিত শর্মা।
তাই মাঠে নামার আগে জানালেন, নিজে কী করছেন, তার হিসাব ১৯ তারিখের পর করবেন। তার আগে দেখতে চান বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে দল কী করে। কারণ, ইতিহাস ভুলে, নতুন ইতিহাস লিখতে চায় তাঁর টিম ইন্ডিয়া। হাতিয়ার ছয় ব্যাটার ও পাঁচ বোলার।
আরও পড়ুন : চাপ কমাতে র্যাম্পে হাঁটছে ভারতীয় দল, 'সিক্রেট' ফাঁস করলেন হিটম্যান
ব্যবধান সপ্তাহ তিনেকে। পাহাড়ের কোল থেক এবার সাগরপার। বিশ্বকাপের মঞ্চে ফের একবার ভারত-নিউজিল্যান্ড। ধর্মশালায় বিশ বছর পর কিউই বধের স্মৃতি এখনও টাটকা। তাই বাড়তি সমীহ ঝড়ে পড়ল কেন উইলিয়ামসনের গলাতেও। এই ভারতকে আটকাতে পারে কার সাধ্যি। হার্দিক ছাড়াও রোহিতের এই দল আরও তুখর। দাবি করলেন উইলিয়ামসন।
বিরাট মঞ্চ প্রস্তুত। সচিন না রাচিন, ওয়াংখেড়ে গর্জে উঠবে কার জন্য ? ফার্গুসনে বডিলাইন নাকি শুভমন-শ্রেয়সদের রিল্যাক্স ব্যাটিং ? ১০০ ওভারের এই খেলাকে এদিন চেটেপুঁটে উপভোগ করতে চায় আসমুদ্র হিমাচল। ভুলে যান ইতিহাস। মনে রাখুন বর্তমানকে। নিজের আঁতুর ওয়াংখেড়ে টস করতে আসার আগে এটাই বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মার।