বিশ্বকাপে (ICC World Cup 2023) টানা চার ম্যাচে জয় টিম ইন্ডিয়ার (Team India)। বাংলাদেশের ২৫৭ রানের টার্গেট মাত্র ৪১ ওভারেই তুলে ফেলল ভারত। পুণেতে বিশ্বকাপের তৃতীয় সেঞ্চুরি বিরাট কোহলির (Virat Kohli)। হাফসেঞ্চুরি করলেন শুভমান গিলও। ৪৮ রানের বিধ্বংসী ইনিংস অধিনায়ক রোহিত শর্মার।
ঘরের মাঠে অন্য টিমগুলির বিরুদ্ধে ধারেভারে অনেকটাই এগিয়ে ভারত। পুনেতে নতুন স্টেডিয়াম হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের ম্যাচ ছিল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২৫৬ রান তোলেন তাঁরা।
আরও পড়ুন: মাঠে ক্যাচ নিলেন শুভমান, গ্যালারিতে সারা তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজেই ব্যাট করে ভারত। অধিনায়ক রোহিতের ব্যাটে আসে ৪৮ রান। যার মধ্যে ছিল ৭টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি। ৫৫ বলে ৫৩ রানের ক্লিনিকাল ইনিংস খেলে আউট হন শুভমান গিল। ১৯ রান করে ফেরেন শ্রেয়স আইয়ারও। কিন্তু বিরাট এদিন অন্য মেজাজেই ছিলেন। কে এল রাহুলকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ২৫৭ রানের টার্গেট তাড়া করেন জিতিয়ে ফেরেন বিরাট।