বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত। টস করতে গিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, চার বছর আগের ম্যানচেস্টারের সব ছবি তাঁর চোখে এখনও ভাসছে। কিন্তু সেই অতীতকে মাথায় নিয়ে নয়। বরং আজকের দিনে দাঁড়িয়েই তিনি ফোকাস করতে চান। কারণ, অতীতে থাকতে তিনি ভালবাসেন না। কিউইদের বিরুদ্ধে অপরিবর্তিত ভারত।
ওয়াংখেড়েতে টসে পরেই প্রাক্তনদের দাবি, মাঠে নামার আগেই উইলিয়ামসনকে টেক্কা দিয়ে দিলেন রোহিত শর্মা। কারণ, টস জিতে এই মাঠে ব্যাট করার ইচ্ছাই প্রকাশ করেছিলেন উইলিয়ামসনও। গৌতম গম্ভীর, ইরফান পাঠানের মতো বিশ্বজয়ীদের দাবি, ২৯০ থেকে ৩৫০ রান করতে পারলে ভারত জয় সহজ হয়ে যাবে।
পিচ রিপোর্ট করতে গিয়ে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর দাবি, প্রথম আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট ওয়াংখেড়ের পিচে সুবিধা পেতে পারেন স্পিনাররা। তাই স্যাটনার এবং রাচিন রবীন্দ্রকে দেখে খেলার পরামর্শ দিয়েছেন রবি। রাতের দিকে কী হবে ? তাতে যা ইঙ্গিত, পিচ মন্থর হবে। বল ঘুরবে এবং বড় রান করে রাখলে চাপ থাকবে কিউইদের উপরে।