এ তো উলট-পুরাণ। মুম্বইয়ের শেয়ার বাজারে ধসের থেকেও বড় ধস। বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে শ্রেষ্ঠত্ব প্রমাণের পর হঠাৎ করেই কোণঠাসা হয়ে গেল ভারতীয় ক্রিকেট। বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র অধিনায়ক রোহিত শর্মা ছাড়া, বাকিরা সবাই ডাহা ফেল। ৮৭ রান করে আউট হন রোহিত। সূর্য অবদান ৪৯। ৫০ ওভারে ভারতের স্কোর ৮ উইকেট ২২৯ রান। ইংরেজদের সামনে টার্গেট ২৩০ রানের।
টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক জস বাটলার। শুরু থেকে বিশ্বচ্যাম্পিয়নরা চেপে ধরেন শুভমান, বিরাট, শ্রেয়সদের। ফলে ৪০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপের ফাঁস গলায় পরে নেন ভারতীয় ব্যাটাররা।
ঘরের মাঠে খেলতে নেমে রোহিতের সঙ্গে জুটি তৈরি করেন লোকেশ রাহুল। তাঁদের মধ্যে ১২৪ রানের পার্টনারশিপ হয়। কিন্তু এখানেও সেই তাড়াহুড়ো করে গিয়ে আউট হলে রাহুল। ৮৭ রানের মাথায় আদিল রশিদকে উইকেট দিয়ে এলেন রশিদ।