বিশ্বকাপের ম্যাচে লখনউয়ে জবাব দিচ্ছেন ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের সামনে টার্গেট ২৩০ রানের। এরমধ্যে ইংরেজ ব্যাটিংয়ের দুই বড় মাথাকে ফিরিয়ে দিয়েছেন বুমরা এবং মহম্মদ শামি। বুমরার শিকার মালান এবং রুট। শামির বলে শূন্য রানে ফিরেছেন বেন স্টোকস। স্লো উইকেটে কার্যত আগুন ঝরাচ্ছেন দুই ভারতীয় পেসার।
এই বিশ্বকাপে এখনও পর্যন্ত শেষ পাঁচটি ম্যাচে ভারতের জয়ের পিছনে অবদান রয়েছে ব্যাটারদের। কিন্তু লখনউ চ্যালেঞ্জ বোলারদের কাছে। কারণ, পুঁজি কম, তার মধ্যেই থামতে হবে ইংল্যান্ডকে।
শুরু থেকেই যেন সেই পণ শামি-বুমরার মধ্যে। অশ্বিনকে বাইরে রেখে এই ম্যাচে শামিকে খেলানোর ফাটকা খেলেছেন অধিনায়ক রোহিত শর্মা। এখনও তা কাজে এসেছে। পরপর শামির স্বীকার বেন স্টোকস এবং জনি বেয়ারস্ট্রো।