পাহাড় চূড়ায় ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। সঙ্গে ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা। ধর্মশালায় তাঁদের ট্রেক করার ভিডিও পোস্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচে পাঁচ হয়ে গিয়েছে।
আর একটা ম্যাচ জিতলেই বিশ্বকাপের সেমিফাইনালের দরজা খুলে যাবে। তার আগে হিমাচলের পাহাড়ে খানিকক্ষণ সময় কাটাল ভারত দলের থিঙ্ক ট্যাঙ্ক।
হিমাচলের অন্যতম ট্রেকের পথ ত্রিউন্দ। সেই পথে হেঁটেই প্রকৃতিকে উপভোগ করেছেন ভারতীয় ক্রিকেটের হেড স্যর। তিনি জানিয়েছেন, এখান থেকে প্রকৃতিকে উপভোগ করা দারুণ ব্যাপার। সম্ভব হলে একদিন ক্রিকেটারদের এই জায়গায় নিয়ে আসব।
রাহুলের সঙ্গে এই দলে ছিলেন ভারতের ব্যাটিং কোট বিক্রম রাঠোর। তিনিও মুগ্ধ হিমাচলের এই রূপ দেখে। তবে জানিয়েছেন, খাড়াই রাস্তায় চ্যালেঞ্জ ছিল। তবে, আপাতত বিশ্বকাপে পাঁচটি চ্যালেঞ্জ পার করেছে ভারত। ২০ বছর পর কিউইদেরও হারানো হয়ে গিয়েছে। এবার সামনে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।