‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান
বিবিধের মাঝে দেখো মিলন মহান’....
বিশ্বকাপ জ্বরে ফুটছে গোটা দেশ। সঙ্গে চাপা উত্তেজনা, ২০০৩ সালের শাপমোচনের অপেক্ষায় রয়েছেন দেশবাসী। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হলুদ শিবিরের মুখোমুখি হবে মেন ইন ব্লু। একটা চাপা টেনশন কাজ করছে সকলের মনেই। ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে গোটা দেশের বিভিন্ন রাজ্যে নিজেদের মতো করে প্রার্থনায় রত দেশবাসী। রূপান্তরকামীরাও হাত জোরে প্রার্থনা করেছেন দেশের জন্য।
সিরাজ রোহিতদের ছবি হাতে , আহমেদাবাদে ৫০০ ফিট লম্বা ভারতের পতাকা নিয়ে মিছিল করেছেন অনুরাগীরা। নেপথ্যে বাজছে ‘চক দে ইন্ডিয়া’। দক্ষিণ মুম্বইয়ের মাধববাগ মন্দিরেও ভারতের বিজয় কামনায় যজ্ঞের আয়োজন করেন অনুরাগীরা, সকলের পরনেই টিম ইন্ডিয়ার নীল জার্সি।
SRK-David Beckham : 'তোমার মত মানুষ...' দেশে ফিরতেই শাহরুখের জন্য কী লিখলেন বেকহ্যাম ?
মেন ইন ব্লুয়ের হাতে স্বপ্নের ট্রফি দেখার প্রার্থনায় যজ্ঞ পুজোর আয়োজন করেন রূপান্তরকামীরাও। ভারতীয় তারকাদের ছবি হাতে প্রার্থনায় রত তাঁরা। হিংসা হানাহানির ভারতে এযেন শান্তির ছবি, বেঁধে বেঁধে থাকার ছবি।