বিরাট মঞ্চে রবিবার বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কলকাতায় ৩৫তম জন্মদিনের দিন বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। গোটা দেশ চাইছে তাঁর থেকে একটি শতরান। কিন্তু ম্যাচের আগের বিরাটের থেকে অন্য কিছু চাইলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
হার্দিক পান্ডিয়া নেই। দলে ষষ্ঠ বোলার কে হবেন ? মজার ছলেই রাহুল জানালেন, কেন বিরাট আছেন। কারণ, ইডেনের বাইশ গজে বিরাটকে ব্যবহার করতে পারেন রোহিত। সেই ইঙ্গিত দিয়ে গেলেন ভারতীয় কোচ। এখানে রাহুল উল্লেখ করলেন ওয়াংখেড়েতে বিরাটকে বল করার দাবি তোলার কথাও।
একইসঙ্গে কোহলির মাথায় কোনও চাপ নেই বলেই দাবি ভারতীয় কোচের। তাঁর থেকে সবার প্রত্যাশা ইডেনে সচিনকে ছুঁয়ে ফেলার। দ্রাবিড়ের মতে, যে কোনও দিনই এই রেকর্ড স্পর্শ করবেন বিরাট। তা ইডেন হোক বা বেঙ্গালুরু। দক্ষিণ আফ্রিকাকে ভাল দল বলে উল্লেখ করেছেন রাহুল। একইসঙ্গে নিজের দলের পেস ব্যাটারির প্রশংসা করছেন দ্রাবিড়।