আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে নজরকাড়া সেলিব্রেশন জসপ্রীত বুমরার। তাঁর ওই সেলিব্রেশন মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নোভাক জোকোভিচ ও মার্কাস ব়্যাশফোর্ডের আদলে এই সেলিব্রেশন বলে মনে করা হচ্ছে।
বিশ্বকাপে এদিন আফগানিস্তানের বিরুদ্ধে দলকে প্রথম উইকেট এনে দেন বুমরা। ওপেনার ইব্রাহিম জার্ডানের ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটকিপারের হাতে। এরপরই নতুন ভঙ্গিমায় সেলিব্রেশন করেন বুমরা। মাথার পাশে আঙুল ঘোরাতে থাকেন। এই ভঙ্গিমাকে বলা হয় টেম্পল পয়েন্ট। কেন এভাবে সেলিব্রেট করলেন বুমরা, তা যদিও জানা যায়নি।
এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে পরপর ৩ উইকেট হারালেও খেলা ধরে নেন অধিনায়ক শাহিদি ও ওমরজাই। ৪২ ওভারে ২০০ রানের গণ্ডিও পার করেছে আফগানিস্তান। দিল্লির মাঠে কত রানের টার্গেট দেয় ভারতকে, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।