একটা চোট সারল না। ফের আরেক চোটের কবলে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে তাঁর আঙুলে চিড় ধরেছে। ফলে আপাতত তিনটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। এরমধ্যে ভারতের বিরুদ্ধেও খেলা রয়েছে। তাঁর পরিবর্ত হিসাবে টম ব্লান্ডেলকে ডেকে পাঠানো হয়েছে। হাঁটুর চোট সারিয়ে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন উইলিয়াম।
আইপিএলের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তারপর বিশ্বকাপে এসেও তাঁকে অপেক্ষা করতে হয়েছে। প্রথম দুটি ম্যাচ তিনি খেলতে পারেননি। অবশেষে সেই চিপকেই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন উইলিয়ামসন। তাঁর নেমেই নতুন করে আঙুলে চিড় ধরল তাঁর।
আরও পড়ুন : কেন ও ড্যারিলের বড় রান, ফার্গুসনের ৩ উইকেট, বাংলাদেশকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড
তবে আশা ছাড়ছে না কিউই শিবির। গ্রুপের ম্যাচে দলকে আপাতত নেতৃত্ব দেবেন টম ল্যাথম। উইলিয়ামসনকে আপাতত বিশ্রামের রেখে গ্রুপের শেষ ম্যাচগুলিতে মাঠে ফেরাতে চাইছেন টিম ম্যানেজমেন্ট। নিউ জিল্যান্ড সেমিফাইনালে উঠলে উইলিয়ামসন ফের মাঠে ফিরবেন বলেই আশ্বাস।