বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রণই পাননি। ফাইনালের আগে বোর্ডের বিরুদ্ধে তোপ দাগলেন কপিল দেব। বিশ্বকাপের ফাইনালে বিশ্বজয়ী অধিনায়কদের নিয়ে প্যারেড হবে। সেই প্যারেডে নাম আছে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির। কিন্তু আহমেদাবাদের ফাইনালে দেখা যায়নি কপিল দেবকে।
এবিপি নিউজে কপিল দেব জানান, বোর্ড ডাকেনি, তাই যাননি তিনি। কপিল দেব জানান, তিনি চেয়েছিলেন, ৮৩-এর দলের সব সদস্যকে নিয়ে যেতে। কিন্তু কপিল দেবের অভিমান করে জানিয়ছেন, BCCI-এর আরও অনেক কাজ আছে। কখনও মানুষ ভুলে যায়।