ওয়াংখেড়ের পিচকে দরাজ সার্টিফিকেট দিয়েই ভারত ছাড়লেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বুধবারের ম্যাচের আগে মুম্বইয়ের বাইশ গজকে কেন্দ্র কের যাবতীয় বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ করা হয়েছিল, ঘরের মাঠে পিচ তৈরিতে প্রভাব খাটিয়েছে ভারত। সেই অভিযোগ উড়িয়ে, বিনয়ী উইলিয়ামসন জানিয়েছেন, এই পিচের তাঁদের কোনও অসুবিধা হয়নি। পিচ একদম ঠিক ছিল।
উইলিয়ামসনের এই সার্টিফিকেটে আপাতত স্বস্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং মুম্বই ক্রিকেট সংস্থা। যার শুরু থেকেই দাবি করেছিল পিচ তৈরিতে কোনও প্রভাব খাটানো হয়নি। শুধু পিচ নিয়ে নয়, ভারতকেই বিশ্ব সেরা বলেই মনে করছেন কিউই অধিনায়ক। যোগ্য দল হিসাবেই ভারত ফাইনালে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, রবিবার ফাইনাল খেলতে আমেদাবাদ পৌঁচ্ছে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার দুপুরে মুম্বই বিমানবন্দরে বিরাটদের সি-অফ করতে হাজির ছিলেন বহু ভক্ত।