ইডেনে টিকিট নিয়ে হাহাকার। রবিবার কলকাতায় বিশ্বকাপে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা। টিকিটের কালোবাজারি নিয়ে ময়দান থানায় সিএবি, বিসিসিআই ও অনলাইন বুকিং অ্যাপ সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে এবার সিএবির কর্তাও বুকিং সংস্থার প্রতিনিধিকে তলব কলকাতা পুলিশের।
সিএবি-এর এক উচ্চপদস্থ কর্তা যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। সিএবির পক্ষ থেকে জানা গিয়েছে, তাঁরা শুধু ম্যাচ আয়োজন করছে। কিন্তু টিকিট বণ্টনের দায়িত্ব তাঁদের নয়। আইসিসি ও অনলাইন পোর্টাল গোটা ব্যাপারটি আয়োজন করছে।
বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিন বিরাট কোহলির জন্মদিন। ওই ম্যাচে আতসবাজি, লেজার লাইটের আয়োজন করেছে সিএবি। বিরাটের মুখোশও বিলি করা হবে। বিরাটের জন্মদিনে কেকও আয়োজন করেছে সিএবি। এরই মধ্যে কালোবাজারির অভিযোগে ময়দান থানায় মামলা দায়ের নিয়ে অস্বস্তিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।