রাত পৌনে এগারোটা পর্যন্ত মেট্রোর বন্দোবস্ত ছিল। কিন্তু অতদূর আর অপেক্ষা করতে হল না। কারণ, সন্ধ্যে সাড়ে ছটায় ব্যাট করতে নেমে রাত আটটা চৌতিরিশ মিনিটেই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। রবিবার বিরাট স্মৃতি নিয়ে ইডেন ছাড়ল কলকাতা। এদিনই ছিল বিশ্বকাপের মাস পূর্তি। সেইদিনের বিরাটের জন্মদিনকে দুরন্তভাবে উপভোগ করল এই শহর। তাই খুশি মনে সোমবার আবার কাজে ফিরবে এই শহর।
এবারের বিশ্বকাপে অনেক অভিযোগ দর্শক না হওয়াকে ঘিরে। গত ১৪ অক্টোবর ভারত-পাক ম্যাচে মাঠ ভরিয়েছিল আমেদাবাদ। তারপর ভারতের প্রায় সব মাঠেই খেলছেন রোহিতরা। তাতে মাঠ ভরেছিল অনেক পড়ে। কিন্তু রবিবার গোড়া থেকেই ইডেনের রং ছিল নীল। এদিন সকালে দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেড আসছে মেট্রোর সময় লেগেছে একটু বেশি। কারণ, দরজা খুলতে এবং বন্ধ হতে অতিরিক্ত সময় লেগেছে। ছাড় ছিল বাইক আরোহীদের ক্ষেত্রেও।
আরও পড়ুন : ম্যাচ শুরুর আগেই ভরে গেল মাঠ, মেন ইন ব্লু-র সমর্থনে ইডেনের গ্যালারির রঙ নীল
যাইহোক, বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচ ভারত খেলবে আগামী ১২ নভেম্বর। ওইদিন তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ড। এবং ভারত যে বিশ্বকাপ জয়ের মুম্বইয়ে সেমিফাইনাল খেলতে নামছে, তা ইডেন থেকেই পরিস্কার হয়ে গেল। এখন প্রশ্ন প্রতিপক্ষ কে হবে ? তালিকায় অনেক নাম ভাসছে। তাই অপেক্ষা ছাড়া আপাতত কোনও উপায় নেই।