কলকাতা ইডেনমুখী। ইতিমধ্যে দূর-দুরান্ত থেকে লোক ভিড় করতে শুরু করেছে ময়দানে। দর্শক এসেছেন ভিন রাজ্য থেকেও। ১২ বছর পর আজ বিশ্বকাপের ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকাননে। গত কয়েকদিন ধরে ঝড় বয়ে গিয়েছে এই ম্যাচকে কেন্দ্র করে। বিক্ষোভ, বিদ্রোহ, গ্রেফতারি সবকিছু ঘটেছে এই একটি ম্যাচের জন্য।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিশ্বকাপের এই বড় ম্যাচ আয়োজনের জন্য তাঁরা প্রস্তুত। তাঁর মাঠ বোলারদের যেমন সাহায্য করবে, তেমনি ব্যাটারাও রান পাবেন। কারণ, ইডেন কোনও দিন কাউকে হতাশ করে না। তাঁর দাবি, বিশ্বকাপের সেরা ম্যাচ দেখবে রবিবারের কলকাতা।
এটা ঠিক যে, এই বিশ্বকাপে সাতটি হার্ডেল টপকে এবার যেন একটু কঠিন চ্যালেঞ্জের সামনে টিম ইন্ডিয়া। বিরাট মঞ্চে কিন্তু সবার নজর থাকবে একজনের দিকে। তিনি ভারত অধিনায়ক রোহিত শর্মা। কী করে ভুলে যাবে কলকাতা। এই মাঠ থেকেই ভারতীয় ক্রিকেটে জন্ম রো-হিটের। একদিনের ক্রিকেটে এখন তাঁর নামের পাশে উজ্জ্বল ২৬৪। যার প্রেক্ষাপট তো ইডেন।