রবিবাসরীয় ইডেনে ফাইনালের আগেই ফাইনাল। বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচই ঠিক করে দেবে সেমিফাইনালের গতিপথ। ইডেনে নামার আগেই অবশ্য প্রথম দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছে ভারত। রোহিতের লক্ষ্য এখন শীর্ষ স্থান ধরে রাখা। তাহলে ১৫ তারিখ ওয়াংখেড়েতে সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া।
শনিবার সকালেই স্পষ্ট হয়ে গিয়েছে এই বিশ্বকাপে আর নেই হার্দিক পান্ডিয়া। এই খবরে প্রাক্তনদের দাবি, রোহিত এবং রাহুলের উপর চাপ অনেকটাই কমল। এরফলে বাকি ম্যাচগুলিতে তাঁদের প্রথম একাদশ ঠিক করতে বাড়তি খাটার প্রয়োজন হবে না। কলকাতাতেও হয়তো কোনও পরিবর্তনের রাস্তায় হাঁটছে না টিম ইন্ডিয়া। রিজার্ভ বেঞ্চ হয়তো দেখা হবে একেবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডস ম্যাচেই।
আরও পড়ুন : বাদ পড়েই আবেগঘন পোস্ট হার্দিকের, সেমিফাইনালে কতটা পাল্টাবে টিমের কম্বিনেশন!
পরিসংখ্যান বলছে, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও নকআউট হারেনি ভারত। কলকাতার স্মৃতিতে এখনও স্মরণীয় ১৯৯৪ সালের হিরো কাপের সেমিফাইনাল। কিন্তু এই ম্যাচ একেবারে অন্যরকম হবে বলে মত দিচ্ছেন প্রাক্তনরা।