অস্ট্রেলিয়া ক্রিকেটের রূপকথায় মার্শ পরিবারের নাম আগেই ঢুকে গিয়েছে। রবিবার আমেদাবাদে নতুন পরিসংখ্যান সংযোজিত হল মাত্র। ১৯৮৭ সালে উপমহাদেশের মাটিতে রিলায়েন্স বিশ্বকাপ হয়। অ্যালান বর্ডারের নেতৃত্বে ইডেন গার্ডেন্সে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ১৯৯৯ বিশ্বকাপে স্টিভ ওয়ার টিমে কোচ ছিলেন জিওফ মার্শ। সেবারও বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
জিওফ মার্শের দুই ছেলে। শন ও মিচেল। ২০১৫ বিশ্বকাপেও দলে ছিলেন মিচেল। এবার বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে আসে ১৭৭ রানের অপরাজিত ইনিংস। বাবা জিওফের আমলে উপমহাদেশের মাটিতে প্রথম বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সেই মশাল হাতে নিয়েই উপমহাদেশের মাটিতে দেশকে চ্যাম্পিয়ন করার সাক্ষী থাকলেন মিচেল।