বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি। ধর্মশালাতে পিছিয়ে গেল ম্যাচ। এদিন দুপুর ২টো থেকে বিশ্বকাপের ম্যাচে নামার কথা ছিল দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডের। মাঠ কভারে ঢেকে দেওয়া হয়েছিল। অবশেষে দুপুর আড়াইটে নাগাদ টস হয়। জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম দুই ম্যাচেই শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বর ম্যাচে সহজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়েই নামবে প্রোটিয়াসরা। এদিকে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারতে হয়েছে নেদারল্যান্ডসকে। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়াই চ্যালেঞ্জ তাঁদের।